
সিএসএস এর বিভিন্ন প্রোপর্টিজ সম্পর্কে আলোচনা
এইচটিএমএল এ তার ট্যাগ ( <b>, <body>, <a>, <img/>, <p> ইত্যাদি) গুলো হল এইচটিএমএল language এর মুল জিনিস । সিএসএস এ অনেক গুলো property ( Font, Text, Box, Color ইত্যাদি) আছে ।নিচে আলোচনা করা হলো……….
সিএসএস ফন্ট প্রোপার্টিজ:
সিএসএস ফন্ট প্রোপার্টিজ এর সাহায্যে এর টেক্সট এর graphical representation কে নিয়ন্ত্রন করা যায়।
নিচে সিএসএস ফন্ট property গুলো দেয়া হলো ।
- font
- font-family
- font-size
- font-style
- font-weight
- font-variant
সিএসএস টেক্সট প্রোপার্টিজ:
সিএসএস টেক্সট প্রোপার্টিজ যা টেক্সট এর spacing, alignment, decoration ইত্যাদি বিষয়গুলো নিয়ন্ত্রন করে। নিচে সিএসএস টেক্সট property গুলো দেয়া হলো ।
- letter-spacing
- word-spacing
- text-decoration
- vertical-align
- text-transform
- text-align
- text-indent
- line-height
সিএসএস বক্স প্রোপার্টিজ:
সিএসএস বক্স প্রোপার্টিজ যা এইচটিএমএল এলিমেন্ট এর ভিতরে এবং চারপাশের অংশকে নির্দেশ করে।এদের মধ্যে Border, Margin এবং Padding property গুলোর আবার চারটি property রয়েছে সেগুলো হল top, right, bottom এবং left ।নিচে সিএসএস box property গুলো দেয়া হলো ।
- Margin
- Padding
- Border
- Border-width
- Border-color
- Border-style
- Width
- Height
- Float
- Clear
- Box-shadow
সিএসএস কালার প্রোপার্টিজ:
সিএসএস কালার property নির্দেশ করে যে, কি ধরনের কালার আমরা নির্দিষ্ট এইচটিএমএল এলিমেন্ট এর টেক্সট এর জন্য ব্যবহার করবো। নিচে সিএসএস কালার property দেয়া হলো ।
- Color
সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রোপার্টিজ:
সিএসএস background প্রোপার্টিজ যা background এর এমন বিষয় নিয়ন্ত্রন করে ,তা হলো যদি background টি single color বা image হয়ে থাকে । যদি তা image হয়ে থাকে তাহলো আপনি image এর position ঠিক করতে পারেন । আপনি image কে repeat left-to-right অথবা top-to-bottom করতে পারেন। নিচে সিএসএস background property গুলো দেয়া হলো ।
- Background
- Background Color
- Background Image
- Background Repeat
- Background Attachment
- Background Position
সিএসএস Classification প্রোপার্টিজ:
- Display
- Whitespace
- List Style
- List Style Type
- List Style Image
- List Style Position