
ওয়ার্ডপ্রেস হাতেখড়ি [পর্ব :১] XAMPP সার্ভার কিভাবে ইনস্টল করবেন ?
আসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু , সবাই কেমন আছেন ?
বর্তমান বিশ্ব ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস খুব জনপ্রিয় সি.এম.এস (কন্টেন্ট মাণাগেমেণ্ট সিস্টেম)। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি খুব সহজে একটি উন্নত মানের এবং আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পাড়বেন ।
ওয়ার্ডপ্রেস একটি সার্ভার বেসড সি.এম.এস । আর এ কারণেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের প্রথমে শিখতে হবে কিভাবে একটি সার্ভার পার্সোনাল কম্পিউটারে ইনস্টল করতে হয় ?
আমরা নিজেদের কম্পিউটার এ যেসব সার্ভার ইনস্টল করি সেগুলোকে লোকাল সার্ভার বলে। লোকাল সার্ভার ইনস্টল করার জন্য বিভিন্ন ধরণের সফটওয়্যার আছে। যেমনঃ 1 . XAMPP সার্ভার এবং WAMP সার্ভার । এই পর্বে আমরা শিখবো কিভাবে XAMPP সার্ভার নিজের কম্পিউটারে ইনস্টল করতে হয় ?
১. প্রথমেই আমরা এই ওয়েবসাইটে গিয়ে XAMPP উইন্ডোসের জন্য XAMPP সার্ভারের আপডেট ভার্শনটি ডাউনলোড নিবো। আপনার কম্পিউটারে যদি লিনাক্স বা আই ও এস অপারেটিং সিস্টেম চালান , তবে সেই অপারেটিং সিস্টেমের জন্য XAMPP সার্ভার ডাউনলোড করা নিবেন।
২. ডাউনলোড শেষ হওয়ার পর ফাইলটি ওপেন করুন বা Run করুন।
৩. তারপর Next Next ক্লিক করুন
৪. তারপর কিসুক্ষন অপেক্ষা করুন Files Unpacking হওয়ার জন্য।
তারপর ফিনিশ বাটন ক্লিক করা XAMPP সার্ভার ইনস্টলেশন প্রক্রিয়া শেষ করুন।
৫. তারপর XAMPP সার্ভারটি RUN করার জন্য XAMPP লিখে সার্চ করুন এবং XAMPP Control Panel এ ক্লিক করুন।
৬. ক্লিক করার পর একটি পপ উপ উইন্ডো পাবেন নিচের ছবিটির মতো , এখন ওয়ার্ডপ্রেস উপযোগী এনভায়রনমেন্ট তৈরির জন্য প্রথমে Apache Run করুন এবং গ্রীন হওয়ার পর MySQL Run করুন।
৭. তারপর ব্রাউসার ওপেন করুন এবং localhost লিখে সার্চ করুন। এখন Language সিলেক্ট করুন।
এরপর যদি নিচের ছবির মতো show করে , তবে বুঝতে হবে সঠিক ভাবে XAMPP ইনস্টল এবং Run হয়েসে।
আগামী পর্বের আগেই XAMPP ইনস্টল প্রাকটিস করে ফেলবেন যাতে পরের পর্ব সঠিক ভাবে বুজতে পারেন।
দ্বিতীয় পর্বে XAMPP সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস দেখাবো।আজকের পর্ব এখানেই শেষ করছি , সবাই ভালো থাকবেন।